বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
দেশজুড়ে
নির্বাচনী প্রচারণায় এসে নামাজের ইমামতি করলেন বিএনপি নেতা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচনী প্রচারণায় এসে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলামের ইমামতিতে নামাজ আদায় করলেন নেতাকর্মী ও এলাকাবাসী।

বুধবার (১৯ নভেম্বর) কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে নির্বাচনী প্রচারণায় এসে হোমনার ছোটঘাড়মড়া বাগেরশাহী জামে মসজিদে নামাজে ইমামতি করেন তিনি।

এ সময় স্থানীয় মুসল্লি ও দলীয় নেতাকর্মীরা তার পেছনে নামাজ আদায় করেন। এর আগে তিনি সকালে রঘুনানাথপুর দরবার জিয়ারত করেন এবং কাশিপুর বাজার, দুলালপুর ও ছোটঘাড়মড়াসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণের সময় তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দিয়েছেন সেগুলোই আগামীর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রূপরেখা। তারেক রহমানের ৩১ দফায় শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নের কথাসহ রাষ্ট্রের প্রতিটি অর্গানের কথা বলা হয়েছে। তারেক রহমান বাংলাদেশ তথা পৃথিবীর নেতৃত্ব দেয়ার জন্য আজ প্রস্তুত। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করুন।”

দলীয় মনোনয়ন প্রত্যাশা করে নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম বলেন, “আমার এলাকার উন্নয়ন ও দলের জন্য আমার সারাটা জীবন ব্যয় করেছি। আমি একজন গেরিলা মুক্তিযোদ্ধা। এরশাদ আমলে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। দলের বিরুদ্ধে গিয়ে কখনো লোভনীয় প্রস্তাব গ্রহণ করিনি। অর্থের বিনিময়ে কেউ আমাকে কিনতে পারেনি এবং পারবেন না। কারণ আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার রাজনীতি করি। দলের কাছে প্রত্যাশা থাকবে আমাকে নমিনেশন দেয়ার। আমি দলকে হোমনা-তিতাস আসনটি উপহার দিবো, ইনশাআল্লাহ।””

এদিকে, চার দশকের বেশি সময় ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এই প্রবীণ নেতা হোমনা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি। ২০১৬ সালে তিনি দলের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। তবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে প্রার্থীতা তখন স্থগিত রাখা হয়। এখনো পর্যন্ত এ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়নি।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী
আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর

সর্বাধিক পঠিত

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close