বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাইয়াঝিরি রাবার বাগানে কষ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে আব্দুল হক নামের একজন রাবার বাগানের শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) ভোররাত ৫টার দিকে ৭ নাম্বর ওয়ার্ডের পাইয়াঝিরি এলাকার রাবার বাগানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে বাগানে গিয়ে রাবারের কষ সংগ্রহ করছিলেন আব্দুল হক। এসময় হঠাৎ ২–৩টি বন্য হাতির মুখোমুখি হয়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী হাছু মিয়া জানান, “হঠাৎ করেই ২–৩ টা হাতি নেমে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যাওয়ার সময় আব্দুল হকের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমরা কাছে যেতেও পারিনি।”
সংবাদ পেয়ে নিহতের ছেলে, ভাই আব্দুল হাকিম এবং সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির এসআই লোকমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
এদিকে, এলাকায় বন্য হাতির আনাগোনা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে রয়েছেন তারা। হাতি–মানুষ দ্বন্দ্ব রোধে দ্রুত প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “হাতির আক্রমণে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত। নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও সোনাইছড়ি ফাঁড়ির টিম ঘটনাটি তদন্ত করছে।”
কেকে/ আরআই