বান্দরবানের লামায় নদীর তীর থেকে ৫০ ফুট পর্যন্ত সরকারি খাস জমিতে তামাক চাষ না করার বিষয়ে কৃষকদের মাঝে গণসচেতনতা সৃষ্টিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) পানির উৎস সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ব্রিটিশ টোব্যাকো লামা এরিয়ার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। তিনি তার বক্তব্যে নদীর তীরবর্তী অঞ্চলে তামাক চাষের পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। উল্লেখ করেন, তামাক চাষের ফলে ভূমির উর্বরতা হ্রাস পায় এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদীর তীর থেকে ৫০ ফুট সরকারি খাস জমিতে তামাক চাষ কঠোরভাবে নিষিদ্ধ করার গুরুত্বের ওপরও তিনি জোর দেন।
আলোচনা সভা শেষে ৩৯৩ জন কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়।
এসময় লামা পৌরসভার সহকারী প্রকৌশলী রুই প্রু অয় মার্মা, লামা পৌরসভার কর নির্ধারক নুর মোহাম্মদ, স্থানীয় সাংবাদিক এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কৃষকদের সরকারি খাস জমিতে তামাক চাষ না করার বিষয়ে গণসচেতনতা সৃষ্টি এবং বীজ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করাই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।
কেকে/ আরআই