বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেছেন, “পর্যটকবান্ধব জেলা হিসেবে বান্দরবানের সর্বক্ষেত্রে উন্নয়ন করা হবে। বান্দরবানে ভ্রমন করে পর্যটকরা যেন আরও বেশি স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি হোটেল-মোটেল, যানবাহন এবং সব সেক্টরের সহযোগিতা প্রয়োজন।”
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “পর্যটকরা আমাদের অতিথি আর তাদের সাদরে গ্রহণ করার পাশাপাশি দূর্গম পার্বত্য জেলার অপরুপ সৌন্দর্য্য তাদের অবলোকন করার সুযোগ সৃষ্টি করতে হবে। পর্যটকরা হয়রানি আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয় এমন কোন কর্মকাণ্ড করা যাবে না। পর্যটকদের ভ্রমণকে প্রাধান্য দিয়ে আমাদের পর্যটন ব্যবসা পরিচালনা করতে হবে সবাইকে।”
এসময় জেলা প্রশাসক পাহাড়ী সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল ও গাড়ী না চালানোর জন্য চালকদের আহ্বান জানান এবং নিবন্ধিত গাইড ছাড়া বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমন না করতে অনুরোধ জানান। পাশাপাশি রুমা উপজেলার কেওক্রাডং পর্বতে বান্দরবান থেকে যাতায়াতের জন্য যানবাহনের ভাড়া আরও কমানোর জন্য জেলা মাইক্রোবাস জীপ পিকআপ মালিক সমবায় সমিতির প্রতি আহ্বান জানান এবং পর্যটকদের কথা বিবেচনা করে ভাড়া কিছুটা কমানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান, বিআরটিএর মোটরযান পরিদর্শক অরুন সরকার, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ইনচার্জ মো.মাহাবুব আলম, জেলা মাইক্রোবাস জীপ পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো. নাছিরুল আলম, সম্পাদক নেজাম উদ্দীন প্রমুখ।
কেকে/ আরআই