কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেছেন, “কুমিল্লা শিক্ষা, দীক্ষা ও প্রবাসী আয়ে এগিয়ে। এ জেলার জন্য আমি ভালো ভাবে কাজ করব। নির্বাচন করব সুন্দরভাবে। আমি সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব। আগের ডিসির কাজ যেন চালিয়ে নিতে পারি। টাউন হল, বিয়াম স্কুল ও ডিসি পার্কের কাজ এগিয়ে নেব।”
বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “রাজশাহী সিটি করপোরেশনে অনেক জায়গা অধিগ্রহণ করে শহর সম্প্রসারণ করেছে। রাস্তা বাড়িয়েছে। কুমিল্লা চাইলে সেটা করতে পারে। আমাকে সময় দিতে হবে। আপনাদের (গণমাধ্যমকর্মী) সহযোগিতা চাই। কোথাও যেন ভুল বোঝাবুঝি না হয়।”
এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাফর সাদিক চৌধুরী, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, মীর শাহআলম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ প্রমুখ।
কেকে/ আরআই