চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে মো. এনাম নামের এক বর্গাচাষীর কাটা ধান।
সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার দৌলতপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ির পাশে শ্রমিক দিয়ে কেটে একত্রিত করা ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই ধানগুলো ছাই হয়ে যায়। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও ৮০ শতাংশ জমির ফসল রক্ষা করতে পারেনি।
কৃষক মো. এনাম চোখে জল নিয়ে বলেন, “এই ধানেরই ভরসায় ছিল সংসার। ঋণ নিয়ে বর্গা করেছিলাম। ভাবছিলাম ঋণ শোধ হবে, ছেলে-মেয়েদের জন্য কিছু করতে পারবো। কিন্তু এক রাতে সব শেষ।” তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
স্থানীয়রা বলেন, “এ ঘটনা শুধু একজন কৃষকের ক্ষতি নয়, এ আগুন পুরো গ্রামকে আতঙ্কিত করে তুলেছে। কৃষকদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলায় দোষীদের শাস্তি দাবি করেন।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, “একজন কৃষকের বছরজুড়ে পরিশ্রম এভাবে নষ্ট হওয়া অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে। এনাম যাতে দ্রুত চাষাবাদে ফিরতে পারেন তার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ বলেন, “অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউই ছাড় পাবে না।”
উল্লেখ্য, সম্প্রতি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর গ্রামে আরেক বর্গাচাষী তাপস কান্তি দের আমন ধানও দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই ঘটনায় পুলিশ সানি দাশ ও প্রদীপ কুমার দাশকে গ্রেফতার করেছে।
কেকে/ আরআই