গাজীপুরের টঙ্গীর স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি বর্তমানে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও সংগঠনের পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজুল ইসলাম সাথীকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাকে স্বপদে বহাল রাখা হয়েছে।
বহিষ্কার আদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে টঙ্গী এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মী সমর্থক ও এলাকাবাসী অভিনন্দন জানিয়ে সরব হয়ে ওঠেন। নেতাকর্মীরা বলেন, দেরীতে হলেও সত্যি প্রতিষ্ঠিত হয়েছে। কোন অপরাধ না করেও রাজনৈতিক প্রতিহিংসার করাণে মিথ্যা অপবাদে কারাবরণ করতে হয়েছে নন্দিত এই স্বেচ্ছাসেবক দল নেতার। অবশেষে দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। আমরা নেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করে যেতে চাই।”
বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেকে/ আরআই