চট্টগ্রামের রাউজানে জাহেদ তালুকদার নামে যুবদলকর্মীর পায়ে গুলি করার ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে নোয়াজিষপুর ইউনিয়নের নতুনহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। জানা যায়, জাহেদ তালুকদার নোয়াজিষপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার কবির আহমদের ছেলে। তার ডান পায়ে গুলি লেগে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঈনিয়া আজিজিয়া মাদ্রাসার সামনে বিরোধের জেরে যুবদলের আরেক কর্মী মুহাম্মদ কালু জাহেদকে গুলি করেন। ঘটনাস্থল থেকে পালিয়েছেন কালু।
রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নোয়াজিষপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হুদা বলেন, রাতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। জড়িতদের কেউ রাজনীতিতে থাকলেও কারও বর্তমানে কোনো পদ নেই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “জাহেদ তালুকদার নামের ওই ব্যক্তির ডান পায়ে গুলি করা হয়েছে। কালু নামে এক সন্ত্রাসী তাকে গুলি করেন। তবে কালুর সঙ্গে আরও কয়েকজন ছিল। তাদের ধরতে অভিযান চলছে।”
কেকে/ আরআই