গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে কাপাসিয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে ফকির মজনু শাহ্ সেতুর পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান টিক্কার সভাপতিত্বে এবং সদস্য সচিব ফোরকানুল ইসলাম ফকির মুকুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফকির ইস্কান্দার আলম জানু।
তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার বিরুদ্ধে একতরফাভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে। অভিযোগকারী মুসাকে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেক আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের বিরুদ্ধে সে গভীর ষড়যন্ত্র করছে। কমিটি দেওয়ার নামে লেনদেনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তার এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ফকুর মুকুল জানান।
এ সময়উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মৃধা, মো. আক্তারুজ্জামান প্রধান, উপজেলা কৃষক দল নেতা ফখরুল ইসলাম প্রধান, নাজমুল ইসলাম, শেখ মো. সাইফুল ইসলাম নান্না, মোফাজ্জল হোসেন প্রকৃতি, মো. ইব্রাহীম, আব্দুস সালাম।
কেকে/এমএ