হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রিটন মিয়া নামে ব্যক্তিকে তিন লাখ টাকা অর্থদণ্ড করেছেন মোবাইল কোর্ট।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়।
জানা যায়, কুশিয়ারা নদীর তাজাবাদ মৌজা এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর উভয় পাড়ে ভাঙন দেখা দিয়েছে এবং স্থানীয় পরিবেশ ও জনপথ হুমকির মুখে পড়েছে। সোমবার বিকালে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় শ্রমিকসহ কয়েকজনকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওয়াহিদ এন্টারপ্রাইজের অবৈধ বালু উত্তোলনে জড়িত কিশোরগঞ্জের সুনাই মিয়ার ছেলে রিটন মিয়াকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে জব্দ করা বালু স্থানীয় ওয়ার্ড সদস্যের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
প্রত্যয় হাশেম বলেন, ‘কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।’
তিনি জানান, জব্দকৃত বালু নিলামে তোলা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
কেকে/এমএ