বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলার সব স্কুলে ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. মাহতাবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজোয়ান হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুৃম ও গোলাম আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দেন রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, দীঘলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে নুর নান্নু, রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হক, অভিভাবক ইউনুস আলী, খুকু মণি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক আজাদুল ইসলাম।
শিক্ষা অফিস সূত্রে জানাযায়, এই কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত চলবে। দেশে নির্বাচিত ১৫০ টি উপজেলায় মোট ১৯ হাজার ৪১৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন ফর্টিফাইট বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বন রুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেওয়া হবে। সারাদেশের ন্যায় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ১৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২০ হাজার ৩৮৭ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে।
কেকে/এমএ