চট্টগ্রাম রাউজান উপজেলায় পুকুর থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে শাহ আলম নামের সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোর পাঁচটায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া এলাকা থেকে শাহ আলমকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে চারটি এলজি, তিনটি কার্তুজ, একটি গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে শাহ আলমের বাড়ির পাশের পুকুরে একটি বিদেশী পিস্তল ফেলে দেয় ধৃত শাহ আলম। পরে তার দেওয়া তথ্যমতে পুকুর সেচ দিয়ে চুম্বকের সাহায্যে একটি বিদেশি পিস্তল এবং ৮ রাউন্ড গুলি ও একটি রাইফেল উদ্ধার করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শাহ আলম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৭-৮টি মামলা রয়েছে। এছাড়া দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। যেহেতু বিপুল পরিমাণ অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে, সেহেতু তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
কেকে/এমএ