আদিতমারীতে গাঁজা ব্যবসায়ীর তিন মাসের জেল
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:৪৫ পিএম

ছবি: প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাজারে প্রকাশ্য গাঁজা বিক্রির দায়ে গাঁজা ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী আব্দুল হান্নান (৪৫) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ নভেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনারন (ভূমি) আজিদা বেগম এ কারাদণ্ড দেন।
আব্দুল হান্নান উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখা এলাকার মৃত নবীর হোসেনের ছেলে।
সোমবার দুপুরে ভাদাই ইউনিয়নের সেতু বাজার এলাকায় প্রকাশ্য গাঁজা বিক্রি করছেন- এমন খবরে আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থল থেকে আব্দুল হান্নানকে ২৫ পুরিয়া গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে নিজের দায় স্বীকার করলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল হান্নানকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘দণ্ডপ্রাপ্ত গাজাঁ ব্যববসায়ী দুপুরে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
কেকে/এমএ