আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নম্বর আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রুকে বাদ দিয়ে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাকে ধানের শীর্ষ প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বান্দরবান সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জেলা শহরের জজ কোর্ট এলাকা থেকে একটি পদযাত্রা শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমবেত হয়।
পদযাত্রায় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিএনপি বান্দরবান জেলার সদস্য সচিব জাবেদ রেজার সমর্থকরা অংশ নেন।
পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় বক্তারা বলেন, ‘বান্দরবানে তরুণ ও যোগ্য প্রার্থী জাবেদ রেজাকে মনোনীত না করে একজন বয়স্ক ও বারবার জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থী ও বর্তমান বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রুকে আগামী ত্রয়োদশ নির্বাচনে ৩০০ নম্বর আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। স্থানীয়দের চাওয়া ও পাওয়াকে উপেক্ষা করে এমন সিদ্ধান্তর কারণে বিএনপির আবারও পরাজয় হবে বান্দরবানে।’
বক্তারা আরও বলেন, ‘সাচিং প্রুর বর্তমান বয়স ৭৫ বছর আর তার শারীরিক অবস্থা ভালো নয়, আর এমন ব্যাক্তিকে পাহাড়ে ৩০০ নম্বর আসনে প্রার্থী ঘোষণা করার বিএনপির নেতাকর্মীদের মনে ক্ষোভ সঞ্চার হয়েছে।’
বক্তারা সাচিং প্রুকে বাদ দিয়ে তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে তরুণ প্রজন্মের নেতা জাবেদ রেজাকে বান্দরবান ৩০০ নম্বর আসনে সংসদ প্রার্থী হিসেবে ঘোষণা করে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
বলে রাখা ভাল, গত ৩ নভেম্বর বিএনপির দলীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ নম্বর বান্দরবান আসনে সাচিং প্রুকে ধানের শীর্ষের প্রার্থী ঘোষণা করেন।
কেকে/এমএ