পদোন্নতি-সংক্রান্ত সরকারি আদেশ (জিও) দ্রুত প্রকাশের দাবিতে সারাদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা যে আন্দোলন শুরু করেছেন, তার অংশ হিসেবে ধামরাই সরকারি কলেজে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা।
সোমবার (১৭ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।
তাদের অভিযোগ, বিগত ১২ বছর ধরে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে কর্মরত শত শত কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য সব কর্মকর্তার সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ বেশ কিছু দিন ধরে আন্দোলন করে আসছে।
কর্মবিরতিতে অংশ নেয়া শিক্ষকেরা অভিযোগ করে জানান, যোগ্যতা অর্জন করার পরও দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ায় তাঁদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে। অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা নিয়মিত পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারে এই দীর্ঘসূত্রিতা বৈষম্যমূলক। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে, যা কলেজের নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত করছে।
আন্দোলনকারী শিক্ষকেরা অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি দ্রুত পদোন্নতির আদেশ জারি করার আহ্বান জানিয়েছেন। অন্যথায়, আন্দোলন আরও জোরালো হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
কেকে/এমএ