ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। ভাঙ্গা–মাওয়া–ঢাকা এক্সপ্রেসওয়ে, ফরিদপুর–বরিশাল মহাসড়ক, ঢাকা–খুলনা মহাসড়কসহ সকল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ভাঙ্গা বিশ্বরোডেও যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। এছাড়া বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশি জোরদার করা হয়েছে।
এদিকে, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে।
সকালে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ঢাকা–ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বাসস্ট্যান্ড পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, “কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি এবং তৈরি করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাসহ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় যা যা করনীয়, সব করছি। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছ।”
তিনি আরও বলেন, “গতকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড একশন ব্যাটেলিয়ান, এপিবিএন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ। ভাঙ্গার যেসব পয়েন্টে অবরোধকারীরা নামতে পারে সকল পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আশা করছি অনাকাঙ্ক্ষিত কোন কিছুই ঘটবে না।”
এসময় সেনাবাহিনী, এপিবিএন ও বিজিবির কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই