বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝর্ণায় গোসলের নেমে নিখোঁজ পর্যটক মো. ইকবাল হোসাইনের (২৪) লাশ উদ্ধার করেছে।
রোববার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের একটি ডুবুরি দল মো. ইকবাল হোসাইনকে নাফাখুম ঝর্ণা থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের থানচি স্টেশন অফিসার ও স্টেশন ইনচার্জ রহিদুর রহমান মৃধা জানান, “নিখোঁজ পর্যটক মো. ইকবাল হোসাইনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সন্ধ্যায় মৃতদেহটি থানচি থানায় আনা হয়েছে।”
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার জানান, “নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশটি পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান।”
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর বিকালে ১৭ জনের একটি পর্যটক দল বান্দরবানের আলীকদম উপজেলা হয়ে থানচিতে ভ্রমণে যায়, পরে তারা গাইড ও রেজিস্ট্রেশন ছাড়াই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নাফাখুম ঝর্না এলাকায় ঘুরতে যায়।
এসময় ঝর্নার পানিতে গোসল করার পর দলের সবাই গোসল করে ওপরে উঠে আসলেও ঝরনার প্রবল পানির স্রোতে মো. ইকবাল হোসেন পানিতে নিখোঁজ হয়ে যায়। সঙ্গে থাকা পর্যটকরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেনি। অন্যরা বিষয়টি প্রশাসন ও পুলিশকে অবহিত করলে স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে।
কেকে/এজে