অবৈধ ইসরায়েলিদের একটি ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দিতে ফিলিস্তিনের হেবরন শহরের ঐতিহাসিক ইবরাহিমি মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে শহরজুড়ে ফিলিস্তিনের মুসলমানদের ওপর কারফিউ জারি করেছে ইসরায়েল।হেবরন ডিফেন্স কমিটির সদস্য ও এলাকার বাসিন্দা আরেফ জাবের জানান, শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শহরের একাধিক পাড়া-মহল্লায় কারফিউ আরোপ করে সেনাবাহিনী। একই সঙ্গে পুরোনো শহরের দিকে যাওয়া সব চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়, যাতে ফিলিস্তিনিরা এলাকায় ঢুকতে বা বের হতে না পারেন।
এ কারণে অনেক বাসিন্দা নিজ বাড়িতে ফিরতে না পেরে হেব্রনের অন্য জায়গায় রাত কাটাতে বাধ্য হন বলে জানান জাবের।
তিনি আরও বলেন, শুক্রবার রাত ও রোববার (১৬ নভেম্বর) সকাল মিলিয়ে শত শত অবৈধ বসতকারী ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী নিয়ে পুরোনো শহরে প্রবেশ করে। তারা শহরের রাস্তায় ‘উসকানিমূলক’ মিছিলও করে।
জাবের দাবি করেন, এসব পদক্ষেপ ইসরায়েলের সেই চেষ্টারই অংশ, যার মাধ্যমে তারা ইবরাহিমি মসজিদটিকে একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগে) রূপান্তরিত করতে চাইছে।
সূত্র: মিডল ইস্ট আই
কেকে/এআর