ফরিদপুরে মোবাইল কোর্টের অভিযানে ঝিলটুলিতে অবস্থিত টেরাকোটা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে রেস্টুরেন্টটিতে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে ছিল—অননুমোদিত উপকরণ দিয়ে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার, ফ্রিজে প্রস্তুতকৃত খাবারের সঙ্গে একই চেম্বারে কাঁচা মাংস সংরক্ষণসহ একাধিক অপরাধ। অপরাধ স্বীকার করায় বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ অধ্যাদেশ আইনে সচেতনতার জন্য ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে সব অনিয়ম সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমল ফুয়াদ। প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিল।
কেকে/ আরআই