বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
দেশজুড়ে
জাহিদুল করিম
আমরা নতুন ধারার রাজনীতি এবং এলাকা গড়তে অঙ্গিকারবদ্ধ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের (রাউজান-৬) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী জাহিদুল করিম বলেছেন, “আমরা নতুন ধারার রাজনীতি এবং এলাকা গড়তে অঙ্গিকারবদ্ধ। আমরা চাই সাধারণ জনতার কাতারে থেকে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে। সন্ত্রাসী আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাজির রাজনীতির পর্ব শেষ করতে।”

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমারা যদি সংসদে যাই, তাহলে থাকবে না আমাদের কোন গাড়ি বহর কিংবা আগে পিছে মােটরসাইকেলের শোডাউন। কারণ এসবে মানুষ অতিষ্ঠ হয়। আমরা জনতার কাতারে থেকে কাঁধে-কাঁধ মিলিয়ে এলাকায় শান্তির পরিবেশ সৃষ্টি করতে চাই।”

রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গত বছরের ৫ আগস্টের পর এই সংসদীয় আসনে মাসে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এরসাথে জড়িত বিএনপির রাজনৈতিক নেতার অনুসারীরা। আবার আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদেরও আমরা দেখছি। যার কারণে এখানকার সাধারণ জনগণের মাঝে সব সময় একটা আতঙ্ক কাজ করছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোয়ন পেয়ে নির্বাচিত হলে এসব সন্ত্রাসী কার্যক্রম এবং হত্যার রাজনীতি পুরোপুরি বন্ধ করা হবে।”

তিনি আরও যোগ করেন, “আমাদের রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য। সাধারণ জনগণের ভাগ্যোন্নয়নের জন্য। সাধারণ জনতার হয়ে কাজ করায় আমাদের প্রধান কাজ।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তর জেলা কমিটির সদস্য আরমান হোসাইন, উত্তর জেলা যুবশক্তি সংগঠক বেলাল বিন জসিম তাসকিন, এনসিপি নেতা শামসুল আলম,  জাহাঙ্গীর আলম, ইফতিয়ার হোসেন সিফাত, আয়াত উল্লাহ মুরাদ প্রমুখ।

উল্লেখ্য, জাহিদুল করিম উপজেলা এনসিপির সংগঠক পদে আছেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। গত ১২ নভেম্বর তিনি এনসিপির ঢাকা কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। এছাড়া তিনি তার বাবার নামে গড়া স্বেচ্ছাসেবী সংস্থা রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়া গ্রামের বাসিন্দা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   সংসদীয় আসন   এনসিপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী
আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর

সর্বাধিক পঠিত

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close