পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু আশ্রাফ মোল্লাসহ ভূমি দালাল চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার চরবিশ্বাসের চরবাংলার বিরোধীয় কৃষি খাস জমিতে শত শত ভূমিহীন পরিবারের নারী-পুরুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আনোয়ার হাওলাদার, আজিজুল সিকদার, বশির হাওলাদার, রাকিব চৌকিদার, জম্পা বেগম, রেপতী রানীসহ আরও অনেকে। এসময় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ভূমিহীন পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, ভূমি দস্যু আশ্রাফ মোল্লাসহ কথিত ভূয়া সমিতির নামে ভূমি দালাল চক্রের মূল হোতা মো. সেরাজ খা, সাহাবুদ্দিন তালুকদার, জালাল তালুকদার, মজিবর হাওলাদার ও ফারুক মীর এরা একটি সঙ্ঘবদ্ধ ভূমি দালাল চক্র। জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় ভূমিহীনদের ২৩০ পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু তাদের কাউকেই জমি না দিয়ে টাকা আত্মসাৎ করে। তাই প্রতারণার নামে অর্থ আত্মসাৎকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।
বক্তারা আরও জানান, ওই খাস জমি দখলকে কেন্দ্র করে গত ১৩ নভেম্বর বিকালে সেরাজ খার নেতৃত্বে সংঘর্ষ ঘটে, এতে উভয়পক্ষের ২৪ জন আহত হন।
এদিকে, মানববন্ধন শেষে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ফোরকান হাওলাদার এক সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, গতকালকে বিভিন্ন গণমাধ্যমে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাকের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. মতিন হাওলাদার ও ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে এ জমি সংক্রান্ত বিষয়ে একটি নিউজ প্রচারিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি আরও বলেন, এ ঘটনার সাথে ইউনিয়ন বিএনপির কোন সম্পৃক্ততা নেই। তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া কতিপয় ভূমি দালাল যারা কৃষক লীগের নাম ভাঙিয়ে গত ১৫ বছর চর দখল করে ভোগদখল করে আসছিল, আর এখন প্রকৃত ভূমিহীনরা চর ভোগদখল করছেন। কিন্তু সেখানেও সেই দালাল চক্র কর্তৃক চর দখলের পায়তারার প্রতিবাদ জানাই।
এদিকে, সরকার কর্তৃক ১৪৩২-১৪৩৩ অর্থ বছরে ২৩০ একর জমি একসনা খাস খাজনা প্রদানের মাধ্যমে ভূমিহীনরা ভোগদখল করছেন। অভিযোগ রয়েছে, দালাল চক্র ভূমি অফিসকে ভুল তথ্য দিয়ে তাদের একসনা ইজারা বাতিল করতে চাচ্ছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনে সিভিল আপিল দায়ের হয়েছে। গত ৭ মে অন্তবর্তীকালীন ষ্টে আদেশ জারি করা হয়েছে।
কেকে/ আরআই