ঢাকার ধামরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় ৩ জনসহ আ.লীগের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি মো. লুৎফর রহমান (৬০), একই ইউনিয়ন আ.লীগের সদস্য মো. ইমান আলী (৫৫), সুয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আ.লীগের সদস্য মো. বসির উদ্দিন (৩৮), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৪০), বালিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. আবুল হাসেম বকুল (৪৬)।
পুলিশ জানায়, ‘ধামরাই থানা এলাকায় বিশেষ অভিযানে আ.লীগের ৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ধামরাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলায় (নম্বর- ২৫) ৩ জন ও অপর একটি মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা স্থানীয় আ.লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী।’
কেকে/বি