নওগাঁর পোরশা উপজেলা বিএনপি সভাপতি শাহ্ আহম্মদ মোজাম্মেল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নওগাঁ জেলা বিএনপি সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারনা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দলীয় পদবী স্থগিতসহ দল থেকে সাময়িকভাবে বহিষ্কার হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সেই সাথে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকা এবং দলের সকল নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে দলীয় সকল প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কেকে/বি