‘এসো যুবক মাঠে লড়ি, মাদক মুক্ত দেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ।
আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের মাইঝাইল প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশ নেয় বন্ধু মহল বনাম কাকরান একাদশ। মনোমুগ্ধকর খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে উভয় দল। পরে ট্রাই বেকারে ৪-২ গোলে জয় পায় কাকরান একাদশ।
খেলা দেখতে এ সময় বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক মাঠে ভিড় জমান। স্থানীয় ক্রীড়া প্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
খেলায় হাজী মো. আব্দুল্লাহিল কাফিরের সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান এবং বিশেষ অতিথি ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দরা।
এ সময় তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানায়।
কেকে/বি