রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা হিসেবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরেবাংলা নগর থানা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর আগারগাঁও ৬০ ফিট, কাজী অফিস, আমলিরটেক মাবিলা গলিতে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজনে ছিলেন শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ (মিন্টু)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান।
প্রধান অতিথি বলেন, ‘আমরা মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে কাজ করছি। রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ঘোষিত এই রূপরেখা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুন্দর ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এর বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।’
আহ্বায়ক রাজা আহমেদ (মিন্টু) বলেন, ‘২০২৩ সালের ১৩ জুলাই তারেক রহমান ৩১ দফা নির্দেশনা দেন, যা একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার পরিকল্পনা। আমরা সেই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। বিএনপি গণমানুষের দল। জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হলেই ৩১ দফা বাস্তবায়িত হবে, দেশ পরিবর্তন হবে।’
সভায় নেতারা বলেন, ‘৩১ দফা কোনো ব্যক্তির জন্য নয়, জনগণ ও রাষ্ট্রের কল্যাণের জন্য।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মিজানুর রহমান স্বপন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও সাবেক কাউন্সিলর আফতাব উদ্দিন জসিম ।
আরো উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক জোবায়ের আহমেদ (জাবের), যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহিম (খসরু), আব্দুল্লাহ আল মামুন, আরেফিন রনি। সায়েল আহমেদ সাগর, ছাত্রদল নেতা আবু সাঈদ, জোবায়ের হোসাইন, সোহাগ রানা, সাব্বির হোসেনসহ ছাত্রদল ও যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।
কেকে/বি