বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
দেশজুড়ে
বাগেরহাটে টেকসই বেড়িবাঁধে ফাটল, চরম ঝুঁকিতে উপকূলবাসী
সেখ সাকির হোসেন, বাগেরহাট
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:০৪ পিএম আপডেট: ১৪.১১.২০২৫ ১০:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

১৯৮৫ থেকে ২০২৫—চার দশক ধরে উপকূলবাসীর জীবনে ঘূর্ণিঝড় মানেই আতঙ্ক। তবে, ২০০৭ সালের ১৫ নভেম্বর সুপার সাইক্লোন সিডর যেন রেখে গেছে—এমন এক ক্ষত, যা ১৮ বছর পার হলেও শুকোয়নি। মানুষ এখনও ভুলতে পারেনি সেই দিনের ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস, হাজারো প্রাণহানি আর সবকিছু ভাসিয়ে নেওয়া ভয়ংকর দৃশ্য।

এই স্মৃতির ওপর নতুন করে যোগ হয়েছে বেরিবাঁধ ভাঙন আতঙ্ক। বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জের উপকূলীয় এলাকায় নির্মিত টেকসই বেরিবাঁধে (সিআইপি প্রকল্প) হস্তান্তরের আগেই দেখা দিয়েছে ফাটল, ধস আর ব্লক সরে যাওয়া। অন্তত ১৫ কিলোমিটার এলাকা এখন মারাত্মক ঝুঁকিতে। বলেশ্বর নদীর ভাঙনে যেকোনো সময় বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।

শরণখোলার বগী, গাবতলা, দক্ষিণখালী ও মোরেলগঞ্জের আমতলা, ফাসিয়াতলা এলাকায় দেখা গেছে, বাঁধের বিভিন্ন অংশে লম্বা ফাটল, কোথাও আবার ব্লক সরে নদীতে পড়ে যাচ্ছে। যে বাঁধটি প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ,সম্পদ বাঁচানোর কথা, সেটিই এখন নতুন আতঙ্কের নাম।

বগীর জেলে রফিকুল ইসলাম বলেন, ‘সিডরের রাত এখনও ভুলতে পারি না। আবার যখন শুনি বাঁধে ফাটল ধরেছে, তখন রাতেও ঘুম হয় না। এ বাঁধটা টিকে না থাকলে আমাদের গ্রামের কোনো অস্তিত্ব থাকবে না।’

সাউথখালীর গৃহবধূ মাসুমা বেগম বলেন, ‘আমরা তখনই বলেছিলাম এত বালুর বস্তা দিয়ে কাজ টিকবে না। এখন ঠিকই দেখা যাচ্ছে বাঁধ দুর্বল। ভয় লাগছে আবার সব ভেসে যাবে।’

মোরেলগঞ্জের যুবক সাইফুল হাওলাদার বলেন, ‘হস্তান্তরের আগেই ফাটল! বর্ষায় তো ভয়াবহ অবস্থা হবে এখনই ব্যবস্থা না নিলে বড় বিপর্যয় নিশ্চিত।’

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা দ্রুত ভাঙনকবলিত স্থানগুলো পরিদর্শন করেছি। কোথায় কী সমস্যা হয়েছে, তা শনাক্ত করা হচ্ছে। নদী শাসন, শক্তিশালী ব্লক বসানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী সমাধানের জন্য আমরা কাজ করছি।’

তবে, স্থানীয়রা বলছেন, ‘শুধু আশ্বাসে নয়, মাঠে দৃশ্যমান কাজই এখন জরুরি।’

২০০৭ সালের সিডর শুধু বাগেরহাটেই কেড়ে নেয় ৯০৮ জনের প্রাণ। শরণখোলামোরেলগঞ্জে তছনছ হয়ে যায় দেড় লাখেরও বেশি ঘরবাড়ি, রাস্তা, বাঁধ ও ফসল। সেই সময় থেকে উপকূলবাসীর একমাত্র দাবি- একটি শক্তিশালী, টেকসই বেরিবাঁধ। ১৮ বছর পর সেই দাবি পূরণ হলেও এখন আবার সেই বাঁধই ভাঙনের মুখে।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   বেরিবাঁধ   ফাটল   ঝুঁকি   উপকূলবাসী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জকসু নির্বাচনে কমিশনের পক্ষপাতের অভিযোগ শিবির–সমর্থিত প্যানেলের
ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী

সর্বাধিক পঠিত

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close