পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাস একসনা জমি ইজারাকৃত ও একসনা চাষাবাদে অনুমতি প্রাপ্তদের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ২৪ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার চরবিশ্বাসের চরবাংলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরবাংলায় একই খাস জমি গলাচিপা ভূমি অফিস কর্তৃক সরকারি একসনা ইজারা ও একসনা জমি চাষের অনুমতিপত্র দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে দুটি গ্রুপের একসনা জমি ইজারাকৃতদের একপক্ষের নেতৃত্বে মো. সেরাজ খা ও একসনা জমি চাষের অনুমতিপ্রাপ্তদের অপরপক্ষের নেতৃত্বে মো. আনোয়ার হাওলাদার বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত, একসনা জমি চাষাবাদে অনুমতি প্রাপ্তদের দখলকৃত জমিতে তরমুজ চাষের জন্য বেশ কিছুদিন পূর্বে একটি অস্থায়ী ঘর নির্মাণ করা হয়। সেই একই জমি একসনা ইজারা গ্রুপ সেরাজ খার নেতৃত্বে নির্মাণকৃত ঘর ভেঙে পুনরায় ঘর তোলা ও জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে। খবর পেয়ে আনোয়ার হাওলাদার গ্রুপের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে একসনা জমি ইজারা গ্রুপের ১৬ জন ও একসনা জমি চাষাবাদে অনুমতি প্রাপ্ত গ্রুপের ৮ জন আহত হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত ২৩ জনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম থাকায় চিকিৎসার স্বার্থে কিছু রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া মিজান গাজী নামের অপরজন গুরুতর আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, চরবাংলা এলাকায় জমি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উভয় পক্ষের কেউই লিখিত অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এআর