চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দুর্বৃত্তদের গুলিতে আবদুল মান্নান (৪০) নামে এক শ্রমিকদল নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত আবদুল মান্নান সরফভাটা জিলানী মাদ্রাসা এলাকার বাসিন্দা এবং সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, তিনি বিএনপির রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করতেন। সাম্প্রতিক সময়ে প্রবাস থেকে ফিরে তিনি এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে বেশি জড়িয়ে পড়েন।
স্থানীয়রা জানায়, রাতের নীরবতা ভেঙে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে তারা বাইরে এসে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মান্নানকে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, মান্নানের শরীরে ৪টি গুলির চিহ্ন পাওয়া গেছে। হত্যাকারীরা পালানোর আগে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিলেও ঘটনাস্থলে তার মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতোমধ্যে সম্ভাব্য কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে।
কেকে/বি