নওগাঁর পোরশা উপজেলায় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে উপজেলা পরিষদে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার নিতপুর কপালীর মোড়ে মানববন্ধনের আয়োজন করে উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি।
মানববন্ধনে নেতৃত্বদেন সমিতির সভাপতি ও কেইবিসি ভাটার মালিক আকবর আলী কালু।
মানববন্ধন শেষে বন্ধ ইটভাটা চালু করতে দেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপজেলা ই্টভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আরইআর ভাটার মালিক ইব্রাহীম আলী, ওএমএস ইটভাটার মালিক শরিফুল ইসলাম, এমআরএসএ ইটভাটার মালিক আজাহার আলীসহ স্থানীয় বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিক উপস্থিত ছিলেন।
কেকে/এমএ