বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      
অর্থনীতি
হাতে ভাজা মুড়ি ব্যবসায় টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন কারিগররা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হাতে তৈরি মুড়ি হলো এক ধরনের ঐতিহ্যবাহী খাবার, যা বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এবং এর স্বাদ মেশিনে তৈরি মুড়ির থেকে ভিন্ন হয়। এই পদ্ধতিতে প্রথমে ধান সিদ্ধ করে রোদে শুকানো হয়, তারপর সেই চাল থেকে লবণ-পানি মিশিয়ে হাতে ভাজা হয়। তবে, আধুনিক মেশিনে তৈরি মুড়ির কারণে এর উৎপাদন কমে আসছে।

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ব্যাসকাঠী গ্রামে হাতে ভাজা মুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মুড়ি তৈরীর কারিগররা। অন্যান্য বছরের চেয়ে এ বছর চালের দাম বেশি থাকায় মুড়ি বিক্রি করে খুব একটা লাভবান হচ্ছেন না কারিগররা। কোন প্রকার কেমিক্যালের মিশ্রন না থাকায় সুস্বাদু হওয়াতে এ মুড়ির বিপুল চাহিদা থাকলেও চড়া সুদে ঋণ নিয়ে এ ব্যবসায়ে টিকে থাকতে পারছে না মুড়ি ব্যবসায়ীরা।

অপরদিকে অসাধু ব্যবসায়ীরা অল্প সময়ে অনেক মুনফা নেয়ার জন্য সাধারন ক্রেতাদের মুখে বিষ তুলে দেওয়ার মতো পদার্থ (হাইড্রোজ) মিশিয়ে চিকন মুড়ি উৎপাদনে ব্যস্ত হয়ে পড়েছে মেশিন মালিকরা।

হাতে ভাজা মুড়ির কারিগর মঞ্জু রানী সুতার, নয়ন সুতার বলেন, ‘প্রথমে চালে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে রোদে শুকাতে হয়। শুকানোর পর তা চুলার উপর মাটির পাত্রে গরম বালি দিয়ে নাড়তে হয়। এরপর মুড়ি ফুলে লাল হয়ে আসলে নামিয়ে নিতে হয়। হাতে ভাজা মুড়ি উৎপাদনে খরচ একটু বেশি।’

কিন্ত কারিগরদের দাবি মেশিনে মিশিয়ে মুড়ি উৎপাদন করে তা কম দামে বাজারে বিক্রি করায় হাতে ভাজা মুড়ির সঠিক মূল্য পাচ্ছে না মালিকরা। রমজান মাসে মুড়ি উৎপাদন করে তা বিক্রি করে পুরো বছর জীবন জীবিকা নির্বাহ করেন কারিগররা।

গত বছরের তুলনায় এ বছর মুড়ির দাম বেশি। মেশিনে ভাজা যে মুড়ি আগে বিক্রি হতো ৮০-৯০ টাকায়  অপরদিকে হাতে ভাজা মুড়ি বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকায়। হাতে ভাজা টাটকা মুড়ি স্বাদে-গুণে অনন্য হওয়া স্বত্বেও  তুলনামূলক মেশিনে ভাজা মুড়ির দাম হাতে ভাজা মুড়ির চেয়ে কম হওয়ায় অধিকাংশ ক্রেতা কম দামের দিকে গুরুত্ব আরোপ করে সেইদিকে ঝুঁকছে। 

মুড়ি প্রস্ততকারক কালা চাঁদ দাস, অভিনাস সুতার বলেন, ‘মুড়ি তৈরিতে যে পরিমাণ শ্রম ব্যয় হয়, সেই পরিমাণ আয় হয় না। হাইড্রোজ মেশানো মেশিনে ভাজা মুড়ি খেলে রয়েছে স্বাস্থ্য ঝুকি। পুঁজির অভাবে অনেকেই ব্যবসায় করতে পারছে না।’

কারিগর ও মালিকরা সরকারের কাছে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য দাবি জানিয়েছেন।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  হাতে ভাজা মুড়ি   কারিগর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান
ফরিদপুরে পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তিন ভাইয়ের মিশ্র বাগা‌নে কমলার বাম্পার ফলন
গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন
শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close