ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়কে গাছ ফেলে এবং দেশীয় অস্ত্র হাতে নিয়ে সরকার বিরোধী স্লোগান, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করার মধ্যে দিয়ে লকডাউন কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় আগুন জ্বালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। পরে মিছিল থেকে মাইক্রোবাসে আগুন দেওয়া হয়।
ঢাকা- বরিশাল মহাসড়কের আলগী ইউনিয়নের শুয়াদী বাসস্টান্ড এলাকা, ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। এতে করে দূরপাল্লার যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হয়।
পরে সকাল ৯টার দিকে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা মাঠের দখল নিয়ে স্লোগান দেয়। এ সময় মুনসুরাবাদ এলাকা থেকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পথিক তালুকদারসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
সকাল ৯টার দিকে পুলিশ ও র্যাব সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আর দেখা যায়নি।
কেকে/এমএ