বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার মো. শহিদুল আজমের স্থগিত হওয়া প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, ‘দলের নীতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে শহিদুল আজমকে বিএনপির কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী অভিযোগের প্রেক্ষিতে তার সদস্য পদ সাময়িকভাবে স্থগিত ছিল। তদন্ত ও পর্যালোচনার পর পুনরায় তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির কেন্দ্রীয় দপ্তর।’
দলীয় সূত্রে জানা গেছে, শহিদুল আজম ফটিকছড়ি উপজেলা বিএনপির দীর্ঘদিনের সক্রিয় কর্মী এবং তিনি স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
শহিদুল আজম বলেন, ‘দলের সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। বিএনপি সবসময়ই ত্যাগী ও নিবেদিত কর্মীদের মূল্যায়ন করে আসছে, আমার সদস্য পদ পুনর্বহাল তারই প্রমাণ। আমি দলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে দলের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও দৃঢ়ভাবে কাজ করার অঙ্গীকার করছি।’
‘ফটিকছড়ির তৃণমূল বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’
কেকে/এমএ