বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার হওয়া ফরিদপুর জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি মো. ফারুক হোসেন ওরফে ‘বোম ফারুক’-এর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাকে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড অনুমোদন করেন।
জানা যায়, মো. ফারুক হোসেন জেলা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আ.লীগের সহ-সভাপতি পদে ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে জেলা আ.লীগের সভাপতি শামীম হক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ফারুক হোসেনকে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয় বলে নিজেই ফেসবুকে তুলে ধরেন।
গত ২৮ অক্টোবর শামীম হকও নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। তাতে উল্লেখ করেন, ‘আমার নেত্রী যাকে দায়িত্ব দিবেন আমরা সকলে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। দলের এই দুর্দিনে সবাই আমরা সভাপতি আমরা সবাই দলের জন্য কাজ করবো।’
এই দায়িত্বের বিষয়ে দলীয় সূত্রে কিছু জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাতে শহরের ঝিলটুলির ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন নিজ ফ্ল্যাট থেকে স্থানীয় কোতয়ালী থানা পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় ৪টি এবং রাজধানীর ডিএমপিতে ২টি মামলা রয়েছে।
কেকে/বি