বগুড়ার সারিয়াকান্দিতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা সুজনের আয়োজনে সারিয়াকান্দি কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সুজনের সভাপতি লিয়াকত আলী মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক আকতারুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।
এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুণাংশু কুমার সাহা, সারিয়াকান্দি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য ও উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম হিরু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সুজনের সহসভাপতি হাবিলউদ্দীন, সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম শাফি, মহিলা বিষয়ক সম্পাদক তাছলিমা খান মুক্তি, সহসম্পাদক জুলেখা খাতুন, সদস্য এস,এম,তহিদুল ইসলাম, রেজ্জাকুল আহসান, শাহিনুর আলম, আনিছুর রহমান আঙ্গুর প্রমুখ।
কেকে/ আরআই