মৌলভীবাজারের রাজনগরে ‘তরুণ প্রজন্মের দিশারী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার রাতে রাজনগর জামিউল উলূম বছিরমহল মাদরাসা মাঠে আল গফুর ছাত্র সংসদের বুকস্টলে আলেম সমাজের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থটি সংকলন করেছেন রাজনগর জামিউল উলূম বছিরমহল মাদরাসার সিনিয়র শিক্ষক এনামুল হক নোমান। তিনি শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুজাহিরুল হকের (রহ.) দ্বিতীয় ছেলে। এনামুল হক নোমান ২০০৩ সালে সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া কাসিমুল উলূম হজরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (এমএ) সম্পন্ন করেছেন এবং প্রায় দুই যুগ ধরে বিভিন্ন কওমি মাদরাসায় শিক্ষকতা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন জামিউল উলূম বছরমহল মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা এমদাদুল হক তালুকদার, কাতিব মিডিয়ার স্বত্বাধিকারী ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ইনাম বিন সিদ্দিকী, খেলাফত মজলিস রাজনগর উপজেলা সভাপতি মাওলানা কাওছার আহমদ তালুকদার, ‘রমজানের পরশ’ রিয়েলিটি শো’র পরিচালক মাওলানা শাহ আনহারুল ইসলাম, জামিউল উলূমের শিক্ষক এবাদুল হক তালুতদার, মুফতি আতাউর রহমান, জামেয়া গহরপুর সিলেটের শিক্ষক হিফজুর রহমান হাম্মাদ, জামেয়া শামীমাবাদ সিলেটের শিক্ষক মুফতি আবু সুফিয়ান নাসিম, দাঠঝন নাজাত কওমি মাদরাসার শিক্ষক মাওলানা সাঈদ আশরাফ এবং রুপসপুর লুৎফিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি আবু তাহের প্রমুখ।
বক্তারা বলেন, এনামুল হক নোমান সংকলিত ‘তরুণ প্রজন্মের দিশারী’ সময়োপযোগী একটি মূল্যবান গ্রন্থ। সালাফদের দেখানো পথই তরুণ প্রজন্মের জন্য আলোর দিশা। আজকের চ্যালেঞ্জপূর্ণ সময়েও আকাবিরদের আদর্শ অনুসরণ ছাড়া সঠিক দিকনির্দেশনা পাওয়া কঠিন। বক্তারা গ্রন্থটির ব্যাপক প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করেন।
শেষে সংকলক এনামুল হক নোমান অতিথিদের হাতে গ্রন্থটি তুলে দেন।
কেকে/ আরআই