নারায়ণগঞ্জের ফতুল্লায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় জাবেদ হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
বুধবার (১২ নভেম্বর) সকালে ফতুল্লার দেলপাড়া চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টার পর কোনো এক সময় জাবেদ গলায় ফাঁস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত জাবেদ ওই এলাকার ডা. ফরিদ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার স্থায়ী বাড়ি দেলপাড়া টেম্পো স্ট্যান্ড এলাকায়।
জানা যায়, ঘটনার সময় তার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর অভিমানে নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ফাঁস নেন তিনি। ভোরে এক ভাড়াটিয়া জানালা দিয়ে জাবেদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর দেওয়া হয় ফতুল্লা থানা পুলিশকে।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কেকে/ আরআই