আশুলিয়ায় ভোর রাতে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় আগুনের উত্তাপে বাসের ভেতরে থাকা ঘুমন্ত চালক দ্রুত জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাঁচলেও পুড়ে গেছে বাসটি।
বুধবার (১২ নভেম্বর) ৫টায় আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
স্থানীয়রা জানায়, বাইপাইল আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী বাসটি পার্কিং অবস্থায় ছিল সড়কের পাশে। হঠাৎ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি পুড়ে ভস্মীভূত হয়।
ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব চৌধুরী জানায়, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এদিকে রাজধানীর বাইরে সাভারে বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বাসের হেলপার আব্দুল সাত্তার জানায়, বেশ কয়েকদিন ধরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার কারণে তিনি বাসেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ উত্তাপ টের পেয়ে তিনি দ্রুত উঠে দেখেন মোটরসাইকেলে করে আসা ৪ যুবক পালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় বাসের মালিক নিঃস্ব হয়ে গেছেন বলেও জানান তিনি।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, কিছুদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টায় লিপ্ত। সে প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি তাদের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে জড়ো হয়ে ঝটিকা মিছিলের আয়োজন করছে এবং ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
তিনি আরও জানায়, জড়িতদের দ্রুত খুঁজে বের করতে একাধিক টিম কাজ করছে।
কেকে/বি