বডি ফিডিং সিষ্টেমে গাঁজা বিক্রি, ৩ নারী গ্রেফতার
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:৫২ পিএম

ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গাঁজাসহ সেই তিন নারীকে আটক করেছে পুলিশ। তারা শাড়ির ভেতর শরীরে জড়িয়ে গাঁজা বিক্রি করছিল। যাকে পুলিশের ভাষায় বলা হয় বডি ফিডিং সিষ্টেম।
সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে পৌরসভার আসাদনগর উঁচু ব্রিজের ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার পশ্চিম কান্দাপাড়ার স্বামী ইব্রাহিমের স্ত্রী আছিয়া বেগম (৪০), উত্তর শাটিপাড়ার মোজাম্মেলের আকলিমা (৩০) ও নরসিংদীর বিলাসদি আল্লাহু চক্কর (মানিক মিয়ার বাড়ি) ফারুক মিয়ার স্ত্রী শাহানাজ (২৮)।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান বলেন, 'তাদের নিকট থেকে বডি ফিডিং সিষ্টেম অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এই নারী মাদক কারবারিরা বাঞ্ছারামপুরে মাদক বিক্রি করতে এসে আটক হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।'
কেকে/এআর