আশুলিয়ার আমতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মো. শরিফ শেখ, সাভার (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ এএম

ছবি: প্রতিনিধি
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের আমতলা বাজারে জ্বালানি তেল ও গাড়ির পার্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) রাতে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডে ঘটে।
এসময় উপস্থিত লোক আগুনের সূত্রপাত টের পেয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেন এবং আনুমানিক ১১.৩০ এর দিকে ফায়ার সার্ভিসের ২ ইউনিট এসে ১ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় আব্দুল আলিম নামের এক ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এ ব্যাপারে ব্যবসায়ী আব্দুল আলীম বলেন, আমার দোকানে প্রায় ৮০ লক্ষ টাকার মালামাল ছিল যা সব পুড়ে ছাই হয়ে গেছে।
কেকে/এআর