বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      
দেশজুড়ে
হাতিয়ায় বিএনপি’র সম্প্রীতির গণ সমাবেশ অনুষ্ঠিত
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:৩৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা শীর্ষক ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালী হাতিয়ায় গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণ হাত তুলে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি জানায়।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। বিশেষ অতিথি ছিলেন আজিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম।

উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ ও উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি সাবেক সভাপতি কাজী মাও. আবদুর রহিম, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি এডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন ও নিজাম চৌধুরী, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন স্বপন, আলমগীর কবির, উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক এডভোকেট নূর হোসেন সুমন প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, ৩৫ বছর ধরে হাতিয়ার মানুষের পাশে আছেন প্রকৌশলী ফজলুল আজিম। কিন্তু তৃণমূলের মতামত উপেক্ষা করে যেভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তা হাতিয়ার জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়। আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি। দ্রুত যেনো মনোনয়ন পরিবর্তন করা হয়। এই গণসমাবেশে হাতিয়ার জনগণ এক কণ্ঠে প্রার্থী পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। দলকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে তৃণমূলের কথা শোনা প্রয়োজন।

সমাবেশে প্রধান অতিথি প্রকৌশলী ফজলুল আজিম বলেন, ‘বিগত ৩৫ বছর আমি আপনাদের সাথে ছিলাম। হাতিয়ার উন্নয়নে অনেক কাজ করেছি। তমরদ্দি ইউনিয়নের নদীভাঙন রোধে ব্লক বাঁধ নির্মাণ, হাতিয়ার মূল সড়ক প্রসস্থ করণ ও ইউনিয়ন পর্যায়ে নতুন নতুন রাস্তা পাকাকরণসহ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে মূখ্য ভূমিকা রেখেছি।’

তিনি আরও বলেন, ‘বিগত পনর বছর হাতিয়ায় কোন উন্নয়ন কর্মকান্ড ঘটেনি। আমি যদি আবার আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি তাহলে হাতিয়ায় আরো উন্নয়ন করতে সমর্থ্য হব। নিঝুমদ্বীপে ক্রসবাঁধ নির্মাণ করে হাতিয়ার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাব। হাতিয়াকে জেলায় উন্নীত করব। আপনার জানেন, আমি যা বলি তাহাই বাস্তবায়ন করি। আপনারা আমার অবর্তমানে আমার ছেলেকে ভালোবাসবেন এবং সহযোগিতা করবেন।’

গণসমাবেশে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন। সাবেক এমপি ফজলুল আজিম অনুষ্ঠানে নিজের ও সন্তানের বিএনপির সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।

কেকে/বি
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী
আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর
অনাকাঙ্খিত মৃত্যু থেকে বাঁচার দোয়া

সর্বাধিক পঠিত

পঞ্চগড়-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আসাদুজ্জামান নূর
নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close