নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বেলাল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার বিকেলে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে রাত ১টার দিকে বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার সংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযান চালান কোস্ট গার্ড ও হাতিয়া থানা পুলিশ। এ সময় বেলাল উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পাশাপাশি তার সাথে থাকা ১ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক বেলাল উদ্দিন নোয়াখালী হাতিয়া উপজেলার চর ঈশ্বর রায় গ্রামের মো. আবুল কাশেমের ছেলে এবং রামচরন বাজার এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম জানান, “জব্দ করা মাদকদ্রব্য ও আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
কেকে/ আরআই