নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় রাস্তায় এক তরুণীকে মাইক্রোবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- শফিক, সাইদুল, নাজমুল, শামসু, ফয়সাল ও রাশেদ।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামিরা ভুক্তভোগীর মায়ের কাছে চার লাখ টাকা পাওনা ছিল। এই সংক্রান্তে ডকুমেন্টস হিসেবে আসামি সাইদুলের কাছে তরুণীর মা জান্নাতুন নাহার কর্তৃক স্বাক্ষরিত একটি স্ট্যাম্প ছিল। অভিযুক্তদের পাওনা টাকা পরিশোধ করার পর ভুক্তভোগীর মায়ের স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফেরত চাইলে আসামিরা ওই তরুণীকে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, “ধর্ষণের অভিযোগে রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা করার জন্য ওই তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
কেকে/ আরআই