নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মী সাহিদকে হ্যান্ডকাফ পরিয়ে আটক করার পর স্থানীয়দের তোপের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ নভেম্বর) বিকালে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়াম মাঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ফুটবল মাঠে সাদা পোশাকে লালপুর থানা পুলিশের কয়েকজন সদস্য ছাত্রলীগ কর্মী সাহিদকে হ্যান্ডকাফ পরিয়ে আটক করে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় উপস্থিত দর্শকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে জনরোষের মুখে পুলিশ সদস্যরা সাহিদকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়দের মতে, ঘটনাটি মুহূর্তেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে জানতে লালপুর থানার ওসি রফিকুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
কেকে/এআর