হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে ছুরিকাঘাতে ইমরুল মিয়া নামের এক মুসল্লি হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত রুশেল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে রুশেল মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রাথমিক তথ্যে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে রুশেল মিয়া ও তার সহযোগীরা ইমরুল মিয়ার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ আগস্ট বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী হাসানখালি এলাকার একটি কালভার্টের নিচ থেকে জাবেদ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাবেদ ছিলেন আতিক মিয়ার ছেলে। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ইমরুল মিয়াকে আটক করা হয়েছিল। দেড় মাস কারাভোগের পর তিনি ২ নভেম্বর জামিনে মুক্তি পান।
স্থানীয়দের ধারণা, ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে আটক হওয়ায় জাবেদের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ছিল। তারই জেরে শুক্রবার মসজিদের ভেতরে ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড।
র্যাব জানায়, গ্রেফতার রুশেল মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/ আরআই