নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, আধুনিক ডোমার গঠন করাই হবে তার লক্ষ। এই এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা দুরীকরন এবং শিক্ষিত বেকারদের চাকুরির ব্যবস্থা করা হবে। সেই সাথে ডোমারে বিনোদন পার্ক করা হবে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুভব ফাউন্ডেশনের আয়োজনে ও স্বপ্ন যাত্রা ফাউন্ডেশনের সহযোগীতায় এবং নীলসাগর গ্রুপের সার্বিক তত্বাবধানে ডোমারে কৃতি সন্তানদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে তরুণদের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের চোখে ডোমার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি যদি এমপি নির্বাচিত হই আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই উপজেলায় কোন কাঁচা রাস্তা থাকবে না। আর কয়েক মাস পরেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। ইসলামের কথা বলে তারা ইসলামকে বিকৃতভাবে তুলে ধরছেন। নির্বাচন বানচালের চেষ্টা করা হলে বিএনপি তা প্রতিহত করবে।
শাহরিন ইসলাম তুহিন বলেন, ১৭ বছর আমাদেরকে কথা বলতে দেয়নি। আমাদের ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছিল। তারপরও আমরা আন্দোলন করে ছাত্রদের নিয়ে ফ্যাসিস্টদের উৎখাত করেছি। একটি দল আবারো ফ্যাসিস্টদের ফিরিয়ে আনতে চায়। এলাকার যে কোন সমস্যা সমাধানে আমি কাজ করে যাবো। আমি নির্বাচিত হলে এলাকা থেকে মাদক নির্মুল করা হবে। অসহায়, দুস্থ্যদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে। স্কুল, কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে নীল সাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন অতিথি হিসেবে বক্তব্য দেন।
এদিকে, অনুষ্ঠানের শুরুতে ডোমার পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের শিক্ষার্থীরা হাস্যরসের মাধ্যমে তাদের এলাকার পরিচিতি তুলে ধরেন। পাশাপাশি এলাকার সমস্যাগুলো তুলে ধরেন।
কেকে/ আরআই