নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার নিতপুর সদরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ মণ্ডল, সাবেক আহ্বায়ক আব্দুল গনি, যুবদল নেতা আবুল কালাম আজাদ এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজামান প্রমুখ।
মানববন্ধনে উপজেলার একজন সিনিয়র বিএনপি নেতা ও সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত কেউ বা কারা উপজেলা বিএনপি নেতা তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগায়। পোস্টারে ওই নেতার একটি ছবি ব্যবহার করে লেখা হয়, “খুনি, ভূমিদস্যু ও মাদক কারবারি নেতা তৌফিক শাহ্ চৌধুরীর ফাঁসি চাই।”
কেকে/ আরআই