নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজের সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, ‘আমরা ডোমার-ডিমলাকে সারা বাংলাদেশের সামনে একটি মডেল স্থান হিসেবে দেখাতে চাই। আমরা জন্মগতভাবে সৌভাগ্যবান—এখানকার মানুষ ভাল, এখানকার মাটি ভাল। আমরা ভৌগলিকভাবে সুবিধাজনক অবস্থানে অবস্থান করছি। শুধু চাই, সমাজকে ভাল কিছু দিতে এবং সমাজকে নতুন কিছু দিতে।”
শনিবার (৮ নভেম্বর) সকালে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘তারুণ্যের চোখে ডোমার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘সবার আগে বাংলাদেশ’। আয়োজনে ছিল অনুভব ফাউন্ডেশন, সহযোগিতায় স্বপ্ন যাত্রা ফাউন্ডেশন ও স্পন্সরে নীলসাগর গ্রুপ।
অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আহসান হাবীব লেলিন আরও বলেন, “আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। মানুষের না পাওয়ার বেদনাগুলোকে দূর করতে চাই। এ কাজগুলো করার জন্য আপনাদের ম্যান্ডেট লাগবে। আমি আপনাদের সন্তান হিসেবে, একজন উদ্যোক্তা হিসেবে বলতে চাই, আপনাদের চাওয়াকে আরও বাড়াতে হবে। রাস্তা-ঘাট, বাউন্ডারি ওয়াল, চিকিৎসা সেবা—এগুলোতে খুব সাধারণ চাওয়া। আমরা ডোমারকে নিয়ে আরও বহুদূর ভাবি। আপনারা জানেন, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ডোমার-ডিমলাকে সিঙ্গাপুর বানাতে চান।’
তিনি বলেন, ‘এ সমাজকে যারা পরিবর্তন করে দিতে পারে, সমাজকে যারা উন্নয়নের সিঁড়িতে তুলে দিতে পারে, সমাজকে যারা বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে পারে, আমার সেই রাজা-মহারাজাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করি। মঞ্চে বসে যারা তাদের সমস্যার কথা বললো, সে সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। আমাদের সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। সঠিক চিন্তা করে, সঠিক পা ফেলে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। অনুষ্ঠানে এলাকার নানা সমস্যা তুলে ধরা হয়।
কেকে/এমএ