নানা আয়োজনের মধ্যদিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত জাতীয় সংসদ প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল কবির পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ম আহ্বায়ক রুবেল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া, দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কেকে/ আরআই