নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন উড়ালসড়কের কাজ করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে ইয়াসিন আরাফাত বাবু নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক। আহতদের ঢাকার জাতীয় বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে ফতুল্লার কাশীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আরাফাত ওরফে বাবু ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার আবু কালামের ছেলে। আহত দগ্ধরা হলেন—রবিউল, জমির আলী ও ইমরান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে তারা নির্মাণাধীন উড়ালসড়কের উপর রড টেনে তুলছিলেন। এসময় বৈদ্যুতিক তারে লেগে চারজন শ্রমিক বিদুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয় এবং বাকিরা দগ্ধ হন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, “বিষয়টি আমাদের জানানো হয়নি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।”
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বৃহস্পতিবার রাতেই খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠাই। সেখানে ঘটনাস্থলে একজনকে মৃত পাওয়া যায়। বাকি তিনজনকে ঢাকায় পাঠানো হয়।”
কেকে/ আরআই