গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লাকে আটক করার ঘটনায় তার পরিবার সংবাদ সম্মেলন করে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে শ্রীপুরের বরমী এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনামুল হক মোল্লার স্ত্রী ও ভাই বক্তব্য রাখেন ।
তারা অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এনামুল হক মোল্লার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলকভাবে তাকে নাটকীয়ভাবে গ্রেফতার করিয়েছে।
এ সময় তারা এনামুল হক মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। প্রতিপক্ষের প্ররোচনায় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।’
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে যৌথ বাহিনীর অভিযানে বরমী ইউনিয়নের বরকুল গ্রাম থেকে অস্ত্রসহ এনামুল হক মোল্লাসহ ৬ সহযোগীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কেকে/বি